ঢাকা, সোমবার, ১৩ মে, ২০২৪

গাজীপুরে ছয় মাসের শিশুকে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ

গাজীপুরে ছয় মাসের এক শিশুকে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে শিশু আফিয়া আক্তার মিমের মা বাদি হয়ে সামসুন্নাহার (৪০) নামে ওই প্রতিবেশীর বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি মামলা করেছেন।


এর আগে গত শুক্রবার (৮ জানুয়ারি) গাজীপুরের কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের বড়হর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সামসুন্নাহার রায়েদ ইউনিয়নের বড়হর গ্রামের মঞ্জরুল সরকারের স্ত্রী। এডিস নিক্ষেপের শিকার শিশু মিম একই গ্রামের ইমরানের হোসেনের মেয়ে।


শিশুর চাচা আরমান বলেন, ‘‘গত ৮ জানুয়ারি মায়ের কোল থেকে মিমকে নিয়ে যায় প্রতিবেশী সামসুন্নাহার। কিছুক্ষণ পর মিমের চিৎকারে বাড়ির লোকজন দৌড়ে গিয়ে দেখে তার গোপনাঙ্গ ও কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। শিশুটির গোপনাঙ্গ মারাত্মকভাবে পুড়ে গেছে।


‘দ্রুত তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেমে প্রেরণের নির্দেশ দেন। পরে তাকে বারডেমে নেওয়া হয়।”

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ জানান, প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক বিরোধের জেরে ঘটেছে বলে জানা গেছে। তবে কী নিয়ে বিরোধ তা জানা জায়নি। তদন্ত চলছে।


তিনি বলেন, ‘শিশুটির গায়ে যে পদার্থ দেওয়া হয়েছে, তা এসিড কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষার পর তা বলা যাবে।’

ads

Our Facebook Page